শিক্ষক নিবন্ধের নিয়োগ নিয়ে পর্যালোচনা ও আপডেট নিউজ
১-১২ তম শিক্ষক নিবন্ধের সবার মেরিট লিস্ট করতে গেলে অনেক সমস্যা দেখা দিবে। যেমন এই পর্যন্ত প্রায় ৪০-৪৫% নিবন্ধন শিক্ষক চাকরি করছে। অনেকেই বিভিন্ন চাকরিতে চলে গেছে।
কেউ মারা গেছে, কেউ বিদেশে চলে গেছে। অনেকেই এই চাকরি করতে ইচ্ছুক না। তাদের মেরিট লিস্টে রেখে শুধু সময় ক্ষেপন হবে। আর শিক্ষা ব্যবস্থা আরো ধ্বংসের মুখে পড়বে। দেশে শিক্ষা ব্যবস্থা চরম সঙ্কটে। তাছাড়া অনেকের ৩-৪-৫-৬-৭ পর্যন্ত সার্টিফিকেট আছে। তাতে জটিলতা দেখা দিবে তালিকা করার সময়।
গুরুত্বপূর্ণ কথা হলো ১-৭ তম তথ্য নেই ও স্বচ্ছ মেরিট লিস্ট করা সময় সাপেক্ষ ব্যাপার। আইনের জটিলতাও প্রচুর বিদ্যমান আছে
এমতবস্থায় সমাধান হলো যারা শিক্ষকতা করতে চাই তাদের অগ্রাধিকার দেওয়া। তাহলে সবার জন্য সুবিধা ও মঙ্গলজনক। যেমন রিটকারি আছে মাত্র ১৭৫০০ মতো তাদের চাকরি দিলে ঝামেলা শেষ। বাকিদের ই এ্যাপ্লিকেশন দিয়ে যারা ইচ্ছুক তারা আবেদন করবে। তখন তাদের মেরিট লিস্ট করে পর্যায়ক্রমে চাকরি দিবে এতে সহজ হয়ে যাবে সব কাজ।


OnlineinfoBD :: Online all Job circular in Bangladesh. Job circular,Latest job circular,bdjob circular,Friday job circular,Bangladeshi job circular,